বিশ্বকাপে প্রত্যেক দলের স্কোয়াডে থাকবে সর্বাধিক ২৬ ফুটবলার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুন ২০২২
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
বিশ্ব ফুটবলে নতুন নিয়মে ফিফার কাতার বিশ্বকাপে প্রত্যেক দলের স্কোয়াডে থাকবে সর্বাধিক ২৬ ফুটবলার। করোনার কারণে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
প্রচলিত নিয়ম অনুযায়ী কোন টুর্নামেন্টে ২৩ জনের স্কোয়াড নিয়ে যেতে পারতো দেশগুলো। ২০২১ সালের ইউরোতে অবশ্য সে নিয়মে পরিবর্তন আনে উয়েফা। আসন্ন কাতার বিশ্বকাপকে মাথায় রেখে ফিফাও হেঁটেছে সে পথে। ২০২২ কাতার বিশ্বকাপে চাইলে ২৬ জনের স্কোয়াড নিয়ে যেতে পারবে অংশগ্রহণকারী দলগুলো। করোনার কারণে ব্যস্ত সূচিতে ফুটবলারদের উপর যাতে করে বাড়তি ধকল না পড়ে, সেটা নিশ্চিত করতে নতুন করে এই নিয়ম চালু করেছে ফিফা। যা এখন সব প্রতিযোগিতাতেই প্রযোজ্য। ২১ নভেম্বর থেকে পর্দা উঠবে কাতার বিশ্বকাপের।