বিশ্বকাপ বাছাইপর্বের দলে নেই লিওনেল মেসি
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
বিশ্বকাপ বাছাইপর্বের পরবর্তী দুই ম্যাচের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। গুঞ্জন সত্যি করে দলে রাখা হয়নি অধিনায়ক লিওনেল মেসিকে। যদিও এরইমধ্যে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আলবিসেলেস্তারা।
মেসির পরিবর্তে দলকে নেতৃত্ব দিতে পারেন পিএসজি সতীর্থ অ্যানহেল ডি মারিয়া। করোনার ধকল কাটিয়ে উঠতে না পারায় মেসিকে স্কোয়াডে না রাখার অনুরোধ ছিলো পিএসজি’র। দলের সেরা অস্ত্রকে বাইরে রেখেই ঘোষণা করলেন বিশ্বকাপ বাছাইয়ের দল। তবে দলে ফিরেছেন যুভেন্টাসের দিবালাকে। আগামী ২৭ জানুয়ারি চিলি ও ১ ফেব্রুয়ারি ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে লড়বে আর্জেন্টিনা। ১৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে দু’বারের বিশ্বকাপজয়ীরা।