বিশ্বকাপ বাছাইপর্বে জয় পেয়েছে আর্জেন্টিনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
বিশ্বকাপ বাছাইপর্বে জয় পেয়েছে আর্জেন্টিনা। দক্ষিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের ম্যাচে ভেনুজুয়েলাকে ৩-০ গোলের বড় ব্যাবধানে হারিয়েছে মেসিরা।
ঘরের মাঠে শুরু থেকেই প্রতিপক্ষের উপর চড়াও লিওলনে স্কলানির শিষ্যরা। তবে প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৩৫ মিনিট। রিদ্রিগ ডি পলের বাড়ানো ক্রসে গোল করেন নিকলাস গনজালেস। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় দু-দল। বিরতি থেকে ফিরে আরো আক্রমনাত্নক আলভিসেলেস্তেরা। একের পর এক আক্রমন। ম্যাচের ৭৯ মিনিটে লিড দিগুন করে আর্জেন্টিনা ।ডি পলের উঁচু করে বাড়ানো বলে গোল দারুন এক গোল করে বদলি হিসেবে নামা এঙ্গেল ডি মারিয়া। তিন মিনিট পর ব্যাবধান বাড়ায় মেসি। ডি মারিয়ার সাথে ওয়ান-টু- ওয়ানে দারুন এক গোল করে দলের বড় জয় নিশ্চিত করে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকা।