বিশ্বকাপ বাছাইয়ে বড় জয় পেয়েছে পর্তুগাল
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ০৭:৫০:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
ইউরোপিয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে বড় জয় পেয়েছে পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে লুক্সেমবার্গকে হারিয়েছে ৫-০ গোলে।
ঘরের মাঠে ম্যাচের ১৭ মিনিটে তিন গোল করেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পর্তুগিজরা। অষ্টম মিনিটে পেনাল্টি থেকে গোল করে পর্তুগালকে এগিয়ে দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এর দুই মিনিট পর আবারো পেনাল্টি পায় পর্তুগাল। দ্বিতীয়বারের মতো বল জালে জড়ান সিআরসেভেন। ম্যাচের ১৭তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন ব্রুনো ফের্নান্দেস। পর্তুগালের হয়ে চতুর্থ গোলটি করেন জোয়াও পালিনিয়া। আর ম্যাচের ৮৭তম মিনিটে রোনালদোকে ঠেকিয়ে রাখতে পারেনি লুক্সেমবার্গ। রুবেন নেভেসের দুর্দান্ত ক্রসে ছুটে গিয়ে চমৎকার হেডে জাল খুঁজে নেন পর্তুগাল অধিনায়ক। দেশের হয়ে নিজের দশম হ্যাটট্রিক পূর্ণ রোনলদো।
এই জয়ে ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে এ গ্রুপে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে পর্তুগাল। এক ম্যাচ বেশি খেলে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সার্বিয়া।