বিশ্বজুড়ে আশা জাগাচ্ছে অক্সফোর্ডের তৈরি করোনা ভ্যাকসিন
- আপডেট সময় : ০৩:২৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
বিশ্বজুড়ে আশা জাগাচ্ছে অক্সফোর্ডের তৈরি করোনা ভ্যাকসিন । অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রেজেনেকা যৌথভাবে ভ্যাকসিন চ্যাডক্স-১ বা এনকোভ-১৯ তৈরি করেছে। সম্প্রতি এই ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের প্রথম ফল প্রকাশ করা হয়েছে।
সোমবার বিখ্যাত আন্তর্জাতিক মেডিক্যাল জার্নাল ল্যানসেটে অক্সফোর্ড ভ্যাকসিনের প্রথম ধাপের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, যারা এই ভ্যাকসিনটির দু’টি ডোজ গ্রহণ করেছিলেন তাদের শরীরে শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠেছে। এদিকে, অক্সফোর্ডের ভ্যাকসিনের এই সুখবরে এশিয়ার বাজার চাঙ্গা হতে শুরু করেছে। অথচ একদিন আগেও পুঁজিবাজারের নিম্নগতি লক্ষ্য করা গেছে। এরমধ্যে মঙ্গলবার জাপানের নিকেই ২২৫-এর সূচক বেড়েছে শূন্য দশমিক ৬১ শতাংশ। দক্ষিণ কোরিয়ার কোসপি বেড়েছে প্রায় এক দশমিক ৩৪ শতাংশ, অস্ট্রেলিয়ার বেঞ্চমার্ক এএসএক্স ২০০ তাদের পুঁজিবাজারে শূন্য দশমিক ১.৪৯ শতাংশ সূচক যোগ করেছে।