বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে চার লাখ ৮ হাজার
- আপডেট সময় : ০১:৫৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে চার লাখ ৮ হাজার। আর আক্রান্ত ছাড়িয়েছে ৭২ লাখ। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় এ তথ্য দিয়েছে।
মার্কিন এই বিশ্ববিদ্যালয়টির তথ্য বলছে, দেশ হিসেবে সবচেয়ে বেশি আক্রান্তের রেকর্ড যুক্তরাষ্ট্রের। বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ আক্রান্ত নিয়ে শীর্ষে আছে দেশটি। যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত প্রায় ২০ লাখ। আর মারা গেছেন ১ লাখ ১০ হাজার। মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্য; দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে মারা গেছেন ৩৫ হাজার। আক্রান্তের দিক দিয়ে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ২৫ হাজার ৬৪০ জন, রাশিয়ায় সাড়ে ৪ লাখ, যুক্তরাজ্যে ২ লাখ ৮৪ হাজার ৭৩৪, স্পেন ২ লাখ ৪০ হাজার ৯৭৮ জন এবং ভারতে আড়াই লাখ মানুষ আক্রান্ত। আর ভারতে মারা গেছে ৭ হাজার।