বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা প্রায় দুই লাখ
- আপডেট সময় : ০২:১৯:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা প্রায় দুই লাখ। আক্রান্ত ২৮ লাখ ছাড়িয়েছে। আর সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ৯৮ হাজারের বেশি।
এদিকে আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৫১ মানুষ প্রাণ হারিয়েছেন। দেশটিতে আক্রান্ত ছাড়িয়েছে ৯ লাখ, মোট প্রাণহানি হয়েছে ৫২ হাজারের বেশি মানুষের। তবে করোনার প্রাদুর্ভাব কম থাকায় দেশটির জর্জিয়া, আলাস্কা ও ওকলাহোমা রাজ্যে সেলুন ও ছোট ছোট ব্যবসায় প্রতিষ্ঠান খোলা রাখার অনুমতি দেয়া হয়েছে। ইতালিতে গত এক মাসের মধ্যে সবচেয়ে কম মৃত্যু রেকর্ড হয়েছে। ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে ৪২০ জন। মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৯৬৯ জনে। যুক্তরাজ্যে নতুন করে মারা গেছে ৭৬৮ জন। মোট মৃত্যু সাড়ে ১৯ হাজারের বেশি। ইউরোপের আরেক দেশ স্পেনে আক্রান্ত দুই লাখের বেশি। দেশটিতে নতুন করে মারা গেছে ৩৬৭ জন, মোট মৃত্যু ২২ হাজার ছাড়িয়েছে। ফ্রান্সে মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়ে গেছে। এছাড়া তুরস্কে আক্রান্ত লাখ ছাড়িয়েছে। তবে আক্রান্তের তুলনায় দেশটিতে মৃত্যু হার কম, এখন পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৪৯১ জন। জার্মানিতে আক্রান্ত দেড় লাখের বেশি মানুষ, সেই তুলনায় মৃতের সংখ্যা কম। দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৫ হাজার ৭৬০ জনের।