বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে প্রায় ৪৯ লাখ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে প্রায় ৪৯ লাখ। আর মারা গেছেন ৩ লাখ ২০ হাজার মানুষ।
আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারসের সবশেষ তথ্য অনুযায়ী, করোনায় ৩ লাখ ২০ হাজার জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪৯ লাখ। আক্রান্তদের মধ্যে বর্তমানে ২৭ লাখ চিকিৎসাধীন এবং ৫০ হাজার রোগীর অবস্থা আশঙ্কাজনক। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে সাড়ে ১৯ লাখ সুস্থ হয়ে উঠেছেন। গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২শ’ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। করোনায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মৃতের সংখ্যা ৯২ হাজার এবং আক্রান্তের সংখ্যা সাড়ে ১৬ লাখ ছুঁয়েছে।