বিশ্বজুড়ে করোনায় শনাক্ত ও মৃত্যু বেড়ে গেছে
- আপডেট সময় : ০১:৩৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
বিশ্বজুড়ে করোনায় শনাক্ত ও মৃত্যু বেড়ে গেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইউরোপের অর্ধেক মানুষ করোনায় আক্রান্ত হবে বলে সর্তক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইউরোপ ছাড়াও মধ্য এশিয়ার দেশগুলোও একই ঝুঁকিতে রয়েছে বলে জানান সংস্থাটির ইউরোপের আঞ্চলিক পরিচালক।
এদিকে, যুক্তরাজ্যে গত ফেব্রুয়ারির পর থেকে করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে মঙ্গলবার। দেশটিতে মারা গেছে ৩৭৯ জন। ফ্রান্সে একদিনের রেকর্ডে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৬৮ হাজারেরও বেশি। পোল্যান্ডে মৃতের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ। এদিকে ভারতের রাজধানী দিল্লিতে এই সপ্তাহেই করোনার সর্বোচ্চ সংক্রমণ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সতেন্দ্র জৈন। মঙ্গলবার দিল্লিতে ২১ হাজার ২৬০ জন করোনা শনাক্ত হয়েছে যা গত নয় মাসের মধ্যে সর্বোচ্চ। আগের দিনের তুলনায় তা ১০ শতাংশ বেশি। এদিকে, ওমিক্রন ধরন ‘প্রায় অপ্রতিরোধ্য’ এবং প্রত্যেকে এই ভাইরাসে আক্রান্ত হবেন, ভারতের শ ীর্ষস্থানীয় স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. জয়প্রকাশ মৌলিল এনডিটিভিকে এ কথা বলেন। তিনি বলেন, করোনা টিকার বুস্টার ডোজ ভাইরাসটির দ্রুত বিস্তার থামাতে পারবে না।