বিশ্বজুড়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮ লাখ ৭৯ হাজার করোনা রোগী
- আপডেট সময় : ০৮:২১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ৩০ লাখ ২ হাজার ৩০৩ জন। মারা গেছে ২ লাখ ৮ হাজার ১৩১ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮ লাখ ৭৯ হাজার জন করোনা রোগী।
যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৯ লাখ ৭৩ হাজার জনের শরীরে ধরা পড়েছে এই ভাইরাস। দেশটিতে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে অন্তত ৫৫ হাজার ১১৮ জন। বিশ্বজুড়ে করোনাভাইরাসে প্রাণহানির প্রায় অর্ধেকই হয়েছে ইউরোপে। স্পেনে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২ লাখ ২৯ হাজার ৪২২ জন। মারা গেছে ২৩ হাজার ৫২১ জন। ইতালিতে আক্রান্ত ২ লাখের মধ্যে প্রাণ হারিয়েছেন ২৭ হাজার। ফ্রান্সে আক্রান্ত ১ লাখ ৬২ হাজার জনের মধ্যে মৃত্যু হয়েছে প্রায় ২৩ হাজার জনের। জার্মানিতে ১ লাখ ৫৮ হাজার জনের করোনা শনাক্ত হলেও মারা গেছে ৬ হাজার। এছাড়া, যুক্তরাজ্যে আক্রান্ত ১ লাখ ৫৪ হাজার জনের মধ্যে মারা গেছে ২০ হাজার ৭৯৭ জন। এদিকে, করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত বাড়ছে মধ্যপ্রাচ্যের দেশ তুরস্কে। সেখানে মাসখানেকের মধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ১০ হাজার। মারা গেছে ২ হাজার ৮০৫ জন।