বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় আরও প্রায় ১৯ লাখ মানুষের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস
- আপডেট সময় : ০২:৪৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২
- / ১৫২৫ বার পড়া হয়েছে
বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় আরও প্রায় ১৯ লাখ মানুষের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস । মারা গেছেন ৪ হাজার ৩শ’ জন। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়ালো ৫৫ লাখ ১১ হাজার। মৃত্যুর সংখ্যা কম থাকলেও বিশ্ব জুড়ে নতুনআতঙ্কের নাম ওমিক্রণ। করোনার এই নতুন ধরনে প্রতিদিনই শনাক্তের রেকর্ড হচ্ছে পশ্চিমা বিশ্বের দেশগুলোতে।
যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে চলছে ওমিক্রন সুনামি। যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ ৫ লাখ মানুষের শরীরে মিলেছে কোভিড নাইনটিন এবং মৃত্যু হয়েছে ৮ শতাধিক মানুষের। ২৪ ঘণ্টার ব্যবধানে যুক্তরাজ্যে শনাক্ত হয়েছে দেড় লাখ । দক্ষিণ এশিয়ার অন্যদেশগুলোর তুলনায় ভারতে আক্রান্তের সংখ্যা বেশি। একদিনে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৮৯ হাজার। এ ছাড়া আগে করোনায় আক্রান্ত ব্যক্তির শরীরে গড়ে ওঠা প্রতিরোধব্যবস্থা ভেঙে দেয়ার সক্ষমতা রয়েছে অমিক্রনের। ডেল্টা ও ওমিক্রনের কারণে সংক্রমণ যেভাবে বাড়ছে তাকে সুনামির সঙ্গে তুলনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়্যান্টকে লক্ষ্য করে তৈরি টিকা মার্চের মধ্যেই পাওয়া যাবে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালবার্ট বোরলা। বুস্টার ডোজ আনছে মর্ডানা।