বিশ্ববিদ্যালয় খোলা হলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে
- আপডেট সময় : ০৭:৫২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
- / ১৫১৮ বার পড়া হয়েছে
বিশ্ববিদ্যালয় খোলা হলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এমন আশংকা থেকে ছাত্রলীগকে সর্তক থাকার আহ্বান জানিয়েছেন, সড়ক পরিবহণ মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, জিয়াউর রহমানের লাশ নিয়ে ঐতিহাসিক সত্য উদঘাটন করেছেন প্রধানমন্ত্রী। সকালে বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় একথা বলেন তিনি। এসময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পেছনে মূল ষড়যন্ত্রকারী ছিলেন জিয়াউর রহমান।
সকালে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউ এর দলীয় কার্যালেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র লীগের উদ্যোগে শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপিস্থত ছিলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় খোলা হলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তাই ছাত্রলীগকে আরো বেশি সর্তক থাকতে হবে।
মন্ত্রী আরো বলেন, জিয়াউর রহমানের কোন লাশ নেই চন্দ্রিমা উদ্যানে। প্রধানমন্ত্রী সত্য উদঘাটন করায় বিএনপি অস্বস্তিতে রয়েছে বলে জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ১৫ আগষ্টের মূল ষড়যন্ত্রকারী ছিলো জিয়াউর রহমান।
ঢাকা বিশ্ব্ববিদ্যলয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের সভাপতিত্বে অ্নুষ্ঠানে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, ও সাধারণ সম্পাদক লেখক ভট্টচার্য সহ অন্যান্যরা উপিস্থত ছিলেন।