বিশ্বব্যাপী জলবায়ুর পরিবর্তন সুন্দরবনের উপর ব্যাপক প্রভাব ফেলেছে
- আপডেট সময় : ০৭:২৫:১৬ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
- / ১৮৫৮ বার পড়া হয়েছে
বিশ্বব্যাপী জলবায়ুর পরিবর্তন সুন্দরবনের উপর ব্যাপক প্রভাব ফেলেছে। অঞ্চলটি ঘূর্ণিঝড় প্রবণ, মৌসুমি বায়ুর দ্বারা প্রভাবিত। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা খুবই কম হওয়ায় জলবায়ুর সামান্যতম পরিবর্তনে গভীর প্রভাব ফেলছে বলে মনে করছেন প্রাণী বিশেষজ্ঞরা। পানির উচ্চতা বেড়ে যাওয়ায় বাঘ এবং হরিণের আচরণে অস্বাভাবিক পরিবর্তন দেখতে পাচ্ছে বন বিভাগ।
জলবায়ু পরিবর্তনে বিরুপ প্রভাবে সমগ্র পৃষ্ঠের উচ্চতা ও পানিতে লবনাক্ততার পরিমাণ বৃদ্ধি পাওয়ায় সুন্দরবন উপকূলীয় জীব বৈচিত্র এখন হুমকির মুখে।দিনের পর দিন বিস্তির্ন বনাঞ্চল পানিতে বিলীন হয়ে যাচ্ছে। ক্রমশ সংকীর্ণ হচ্ছে দেশের মোট আয়তনের ৪.২ শতাংশ বনাঞ্চল।অবস্থার উন্নতি না হলে ২১০০ সালের মধ্যে সমগ্র সুন্দরবন অঞ্চলের শত ভাগ তলিয়ে যাওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের।
বাংলাদেশের গঙ্গা ও পদ্মা নদীর মোহনা অঞ্চলে অবস্থিত বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন।সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধির ফলে সুন্দরবন ক্রমশ নিমজ্জিত হচ্ছে।বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীরা বাসস্থান হারিয়ে ফেলছে,পরিবর্তিত জলবায়ুর সাথে অনেক জীব প্রজাতি মানিয়ে নিতে না পেরে চিরতরে হারিয়ে যাচ্ছে এবং সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধির ফলে সুন্দরবনের বহু জলজ প্রাণী আজ ক্রমশ বিলুপ্তির পথে।
বিভাগীয় এই বন কর্মকর্তা জানালেন, ঘূর্ণিঝড় ইয়াসের সময় সুন্দরবনের বনভূমি দুদিন পানির নীচে থাকায় বাঘ হরিণ শুকর লোকালয়ে চলে এসেছিল এবং আচরণে অস্বাভাবিক রকমের পরিবর্তন দেখা যায়।
আর এই গবেষক বলছেন, জলবায়ু পরিবর্তনে অধিক লবণাক্ততায় মৎস্য, প্রাণী এবং উদ্ভিদকুল দুটোই হারাবে,আর এই হারানোর ফলে সুন্দরবনের উপর নির্ভরশীল জনগোষ্ঠী জীবিকা নির্বাহ করে তারাও হারাবে জীবিকা।
জলবায়ুর ক্রমাগত পরিবর্তন অনুন্নত সুন্দববনে বসবাসরতদের সঙ্কট বাড়িয়ে তুলেছে অনেকগুণ বলে মনে করছেন বিশেষজ্ঞদের৷