বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন
- আপডেট সময় : ০১:৫৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
শনাক্ত না হলেও বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। অতীতের ধরনগুলোর চেয়ে দ্রুতগতিতে সংক্রমণ ছড়াচ্ছে ওমিক্রণ। উপসর্গ ততোটা জোরালো না হওয়ায় মানুষ এখনও হালকাভাবে নিচ্ছে বিষয়টিকে।
ফলে গাফিলতি করা যাবে না বলেও সতর্ক করেন তিনি। মঙ্গলবার এক সংবাদ বিবৃতিতে এ উদ্বেগ জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক। বিবৃতিতে তেদ্রোস আধানম নিশ্চিত করেন, বিশ্বের ৭৭টি দেশে এখন পর্যন্ত ওমিক্রন শনাক্ত হয়েছে। তার আশংকা, অপ্রত্যাশিতভাবে ছড়িয়ে পড়ার কারণে অনেক দেশ এখনও শনাক্ত করতে পারেনি। উদ্বেগ প্রকাশ করেন, ওমিক্রনকে এখনও তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছে। তিনি দাবি করেন- কম গুরুতর হলেও আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলে চাপ সৃষ্টি করতে পারে হাসপাতালগুলোয়। এ সময় ভ্যাকসিনের অসম বণ্টন এবং বৈষম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি। এদিকে, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন মোকাবিলায় কার্যকর ফাইজারের পিল। মঙ্গলবার এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে ওষুধ নির্মাতা প্রতিষ্ঠানটি।