বিশ্বের কোথাও লুকিয়ে থাকতে পারবে না অর্থপাচারকারী : হাইকোর্ট
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
পৃথিবীর যে দেশেই পিকে হালাদার টাকা রাখুক, তা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। বিশ্বের কোথাও লুকিয়ে শান্তিতে থাকতে না পারবে না সে। স্বপ্রনোদিত রুলের শুনানিতে এসব সতর্কবার্তা দেয় হাইকোর্ট। একইসঙ্গে, তার বিরুদ্ধে দুদকের সব মামলার সবশেষ অগ্রগতি জানতে চায় বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ।
বাংলাদেশ থেকে প্রায় ১০ হাজার কোটি পাচার করায় পি কে হালদারসহ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ভারতের কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা ..ইডি।
পিকে কে দেশে ফেরাতে হাইকোর্টের জারি করা স্বপ্রনোদিত রুলের শুনানি হয়েছে। এতে, বিভিন্ন দেশে পাচার করা অর্থ ফেরাতে কঠোর অবস্থান তুলে ধরে হাইকোর্ট।
পিকের বিরুদ্ধে দুদকের ৩৭ মামলার সবশেষ অগ্রগতিও জানতে চায় আদালত।
আগামী ১২ জুন হাইকোর্টে আবারো আলোচিত এই মামলার শুনানি হবে বলে জানান, আইনজীবীরা।