বিশ্বের নানা জাতি-গোষ্ঠীর হারিয়ে যাওয়া বৈচিত্র্যময় ভাষা সংরক্ষণের তাগিদ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৮:০৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
বিশ্বের নানা জাতি-গোষ্ঠীর হারিয়ে যাওয়া বৈচিত্র্যময় ভাষা সংরক্ষণের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বায়নের কারণে আন্তর্জাতিক যোগাযোগ স্থাপনে ইংরেজি ও অন্যান্য ভাষা শিখলেও মাতৃভাষা বাংলা চর্চা অটুট রাখার আহবান জানান প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বাঙালি রক্ত দিয়ে যে ভাষার অধিকার প্রতিষ্ঠা করেছে, তার মর্যাদা অক্ষুন্ন রাখতে হবে।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ এর উদ্বোধন এবং আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২১ প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিজ নিজ মাতৃভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন, বিকাশ, চর্চা, প্রচার-প্রসারে অবদান রাখায় এই প্রথমবারের মতো আন্তর্জাতিক মাতৃভাষা পদক’ গ্রহণ করেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম ও মথুরা বিকাশ ত্রিপুরা। মাতৃভাষা সংরক্ষণ ও বিকাশে বিশেষ অবদান রাখায় আন্তর্জাতিক পদক দেয়া হয়েছে উজবেকিস্তান ও বলিভিয়ার দুই গবেষককে। এখন থেকে দুই বছর পর পর জাতীয় পর্যায়ে দুটি এবং আন্তর্জাতিক পর্যায়ে দুটি পদক দেয়া হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণে বলেন, ভাষার অধিকার সংগ্রামে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে নানা অপতৎপরতা হয়েছে।
সরকার প্রধান বলেন, রক্তের অক্ষরে পাওয়া মাতৃভাষার উপর বারবার আঘাত এসেছে। বাঙালী জাতিরাষ্ট্রের চেতনা ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টাও সফল হয়নি বলেও উল্লেখ করেন বঙ্গবন্ধু কন্যা।
বাংলা ও ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর ভাষা সংরক্ষণে সরকারের নানা পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন-ভাষা একটি জাতির পরিচয় বহন করে, তাই ভাষার বৈচিত্র্য ও বিলুপ্তপ্রায় ভাষা সংরক্ষণ জরুরী।
বক্তব্য শেষে শহিদ দিবসে প্রতিষ্ঠানটির ৪ দিনের কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।