বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষাদান পদ্ধতিকে আধুনিক করা হচ্ছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫১:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৬০ বার পড়া হয়েছে
বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষাদান পদ্ধতিকে আধুনিক করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার দিকে নজর দেবার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন তিনি।
সোমবার সকালে গণভবনে জাতীয় শিক্ষাক্রম রূপরেখার খসড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পেশা করা হয়। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এ রূপরেখা উপস্থাপন করে। এসময় প্রধানমন্ত্রী আরো বলেন- প্রাথমিক থেকে উচ্চশিক্ষা অবৈতনিক করা, প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলাসহ সরকার একের পর এক পদক্ষেপ বাস্তবায়ন করছে। শিক্ষা কার্যক্রমকে সময়পোযোগী করার কোন বিকল্প নেই বলে জানান তিনি। শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে শিক্ষার আগ্রহ গড়ে তুলতে হবে। এ জন্য শিক্ষা সহায়ক নানা কার্যক্রম বাস্তবায়নের উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।