বিশ্বের ৫৭টি দেশে শনাক্ত অমিক্রনের সাব ভ্যারিয়েন্ট
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৩:৪১ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
অমিক্রনের সাব ভ্যারিয়েন্ট বিশ্বের ৫৭টি দেশে শনাক্ত হয়েছে। গতকাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য জানিয়েছে।
গবেষণা বলছে অমিক্রনের মূল ধরনের চেয়ে এ উপধরনটি অনেক বেশি সংক্রামক হতে পারে। এ পর্যন্ত অমিক্রনের মোট ৩টি উপধরন তৈরি হয়েছে। জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটাতে অমিক্রনের যেসব তথ্য আপলোড করা হয়েছে, তার ৯৬ শতাংশই বিএ.ওয়ান ও বিএ.ওয়ান পয়েন্ট ওয়ান। ডব্লিউএইচও জানায়, কিছু কিছু দেশে মোট শনাক্ত অমিক্রনের অর্ধেকের বেশি বিএ.টু। করোনার ডেলটা ধরনের তুলনায় অমিক্রন বেশি সংক্রামক বলে পরিচিত। তবে, অমিক্রনে রোগের তীব্রতা কম।