বিশ্বে করোনাভাইরাসে প্রতিদিনই আক্রান্ত ও শনাক্ত বাড়ছে
- আপডেট সময় : ১২:৩৮:১২ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
বিশ্বে করোনাভাইরাসে প্রতিদিনই আক্রান্ত ও শনাক্ত বাড়ছে। বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে নতুন শনাক্ত হয়েছেন ২৯ লাখ ১ হাজার ৬১১ জন। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ কোটি ৪৯ লাখ ১ হাজার ৪৬৯ জনে।
করোনায় শনাক্ত হয়ে নতুন করে মৃত্যু হয়েছে ৭ হাজার ৮২০ জনের। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ লাখ ৭২ হাজার ৬৭৮ জনে। ওয়ার্ল্ডওমিটারস সূত্রে এ তথ্য জানা গেছে।
টিকার পরিসর বাড়াতে না পারলে করোনার নতুন নতুন ধরনের জন্ম হবে, যা সবখানে ছড়িয়ে দৈনন্দিন জীবন ও অর্থনীতিকে স্থবির করে দেবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সোমবার বৈশ্বিক ইকোনমিক ফেরামে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। মহামারি থেকে মুক্তি পেতে বিশ্বের প্রত্যেক নাগরিককে টিকার আওতায় আনতেই হবে বলেও মত দেন তিনি।
এদিকে, ওমিক্রন প্রতিরোধে ফাইজার-বায়োএনটেকের চতুর্থ ডোজও যথেষ্ট নয় বলে জানিয়েছেন ইসরায়েলি গবেষকরা। এদিকে, ইঁদুর জাতীয় প্রাণী হ্যামস্টার থেকে মানুষের করোনায় আক্রান্ত হওয়ার প্রমাণ পেয়েছেন হংকংয়ের স্বাস্থ্যবিদরা।