বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে
- আপডেট সময় : ০৪:৫৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। আর আক্রান্ত ৪৪ লাখ ৪৫ হাজার ছুঁই ছুঁই। আক্রান্তের তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে রাশিয়া ২ লাখ ৫২ হাজার।
আর মৃতের তালিকায় দ্বিতীয়স্থানে যুক্তরাজ্য, মোট মৃত্যু ৩৩ হাজার ৬০০ ছাড়িয়েছে। সেখানে আক্রান্তের সংখ্যা দুই লাখ ৩৪ হাজার ।
ইতালি ৩১ হাজার ছাড়ানো মৃত্যু নিয়ে তৃতীয়স্থানে আছে ইতালি; আক্রান্তের তালিকায় পঞ্চমস্থানে আছে দেশটি, ২ লাখ ২৩ হাজার।
চতুর্থস্থানে উঠে এসেছে ফ্রান্স, ২৭ হাজার ৪০০ ছাড়িয়েছে। এক লাখ ৭৮ হাজার আক্রান্ত নিয়ে আক্রান্তের তালিকায় সপ্তমস্থানে দেশটি। ফ্রান্স থেকে অল্প কয়জন মৃত্যু কম নিয়ে পঞ্চমস্থানে স্পেন; আক্রান্তের তালিকায় চতুর্থস্থানে আছে দেশটি, ২ লাখ ২৯ হাজার। ১০হাজার ছুঁই ছুঁই মৃত্যু নিয়ে ষষ্ঠস্থানে আছে দক্ষিণ আমেরিকার করোনাভাইরাসের হটস্পট ব্রাজিল। আক্রান্তের তালিকায়ও ষষ্ঠস্থানে আছে দেশটি, ২ লাখ ছাড়িয়েছে।
এদিকে ভারতেও আক্রান্তের সংখ্যা লাখের দিকে ছুটছে, সংখ্যাটি এরই মধ্যে ৮২ হাজার ছুঁই ছুঁই। মৃত্যু ২,৬৪৯ জন।