বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ৪ লাখ ৪৮ হাজার ছাড়িয়েছে
- আপডেট সময় : ০৮:৪২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
করোনায় বিশ্বজুড়ে প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। সেই সাথে সমান তালে বাড়ছে এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। বিশ্বে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ ৪৮ হাজার। সেই সাথে আক্রান্তের সংখ্যা ৮৩ লাখ ছাড়িয়েছে ।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ লাখ ২৯ হাজার ২২১ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৮ হাজার ৪৭৪ জনের। বিশ্বে একক দেশ হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২১ লাখ ৬২ হাজার ৮৫১ জন। আর এতে মৃত্যু হয়েছে ১ লাখ ১৭ হাজার ৭১৩ জনের। যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্ত ও মৃত্যু উভয়- বিবেচনায় দ্বিতীয় স্থানে ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৫৫ হাজার ৩৭৭ জন এবং মৃত্যু হয়েছে ৪৬ হাজার ৫১০ জনের। মৃত্যু বিবেচনায় তৃতীয় স্থানে রয়েছে ইউরোপের দেশ যুক্তরাজ্য, তবে আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান পাঁচ নম্বরে।