বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমণ ৮০ লাখ ছাড়িয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না পরিস্থিতি। বিশ্বে সংক্রমণ এরই মধ্যে ৮০ লাখ ছাড়িয়ে গেছে।
করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের হিসেবে, বিশ্বজুড়ে কোভিড-১৯ এ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৩৬ হাজার ২০৯ জনে। আক্রান্ত হয়েছেন বিশ্বের ৮০ লাখ ২৪ হাজার ৯১৪ জন। তাদের মধ্যে বর্তমানে ৩৪ লাখ ৪৪ হাজার ৭ জন চিকিৎসাধীন। এদের মধ্যে ৫৪ লাখ ৫০৯ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এছাড়া করোনা আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৪১ লাখ ৪৪ হাজার ৬২০ জন মানুষ সুস্থ হয়ে উঠেছেন।