বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আড়াই কোটি ছাড়িয়ে গেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৭:১০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আড়াই কোটি ছাড়িয়ে গেছে। এখন সারা বিশ্বে করোনার রোগী সংখ্যা অন্তত ২ কোটি ৫১ লাখ ৬৬ হাজার। এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৮ লাখ ৪৬ হাজার।
করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারের তথ্যানুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অন্তত সাড়ে ৮ লাখ। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৫১ লাখ ৬৬ হাজার ৪২৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৭৭ লাখ ৭ হাজার ৮৯০ জন। এদিকে, করোনা ভাইরাসকে প্রতারণা বলে সম্বোধন করে বিক্ষোভ হয়েছে জার্মানসহ বেশ ইউরোপের বেশ কয়েকটি দেশে। ‘অ্যান্টি-করোনার’ প্রতিবাদ সভা থেকে ৩০০’শ জার্মান নাগরিককে গ্রেপ্তার করেছে সেদেশের পুলিশ।