বিশ্বে পর্যটন খাতকে এগিয়ে নিতে প্রাইভেট সেক্টর সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে: মাহবুব আলী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫১:৪৬ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
S.T Martin Island-which is called the "Beauty of the Bay".The 13 sq km island is a tropical treasure,situated 17 km away from teknuf,with beaches fringed with coconut palms,seashells & beautiful marinelife.Visitors can sea live coral,sea fish,sea birds,tortoise & varities live.Tourist can also plan a visit to CHHERA dwip,which is close to St.Martin Island.
বিশ্বের সব দেশেই পর্যটন খাতকে এগিয়ে নিতে প্রাইভেট সেক্টর সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
দুপুরে বাংলাদেশ পর্যটন কপোরেশনের গাজীপুরের সালনা পর্যটন রিসোর্ট এন্ড পিকনিক স্পট উদ্বোধন শেষে একথা বলেন তিনি। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো.আলি কদর, জেলা প্রশাসক আনিসুর রহমানসহ কর্মকর্তারা। এর আগে প্রতিমন্ত্রী পর্যটন কর্পোরেশনের ৯ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত রিসোর্ট এন্ড পিকনিক স্পটটি ঘুরে দেখেন।