বিশ্বে শান্তি প্রতিষ্ঠাকে বেশি গুরুত্ব দিয়ে কাজ করছে বাংলাদেশ ও ভারত : নরেন্দ্র মোদী
- আপডেট সময় : ০৭:৩৭:১৪ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১
- / ১৫১৭ বার পড়া হয়েছে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিজেদের উন্নতির চাইতেও বিশ্বে শান্তি প্রতিষ্ঠাকে বেশি গুরুত্ব দিয়ে কাজ করছে বাংলাদেশ ও তাঁর দেশ। করোনা মোকাবিলায় বাংলাদেশকে প্রতিষেধক দেয়া ভারত নিজের কর্তব্য বলে মনে করেছে। গোপালগঞ্জের ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের মন্দিরে শ্রদ্ধা জানিয়ে ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সাথে মতবিনিময়কালে একথা বলেন তিনি।
স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে দুদিনের সফরে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে স্বাগত জানান স্বাগতিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একান্ত বৈঠকে বসেন দক্ষিণ এশিয়ার আলোচিত দুই সরকার প্রধান।
এরপর দ্বিপাক্ষিক বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। দুই সরকার প্রধানের উপস্থিতিতে সাক্ষরিত হয় একাধিক চুক্তি ও সমঝোতা স্মারক।
সফরের দ্বিতীয় দিনে সকালেই সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী মন্দিরে পূজা দিতে যান তিনি। পূজা শেষে ভারতের প্রধানমন্ত্রী যশোরেশ্বরী মন্দির প্রদক্ষিণ শেষে স্থানীয় পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এরপর গোপালঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে যান ভারতের প্রধানমন্ত্রী। তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা । প্রথমেই বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সফররত নরেন্দ্র মোদী।
সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর বঙ্গবন্ধুর সমাধি সৌধ পরিদর্শন করেন নরেন্দ্র মোদী। বঙ্গবন্ধু ভবনের পাশে একটি বকুল গাছের চারা রোপণ করেন ও পরে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।
এরপর গোপালগঞ্জের কাশিয়ানির ওড়াকান্দিতে ঠাকুরবাড়ীতে যান। সেখানে পূজা শেষে মতুয়া নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ ও ভারত উভয় দেশই বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সক্রিয়।
নরেন্দ্র মোদী বলেন, বাংলাদেশ উন্নতি ও পরিবর্তনের রোল মডেল হিসেবে বিশ্বে অনন্য এক নাম।
ভারত ও বাংলাদেশ উন্নয়ন ও সম্প্রীতির অগ্রপথিক হিসেবে সারা বিশ্বে পথ দেখাবে বলেও আশা প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।