বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন
- আপডেট সময় : ১০:৪০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৬০১ বার পড়া হয়েছে
S.T Martin Island-which is called the "Beauty of the Bay".The 13 sq km island is a tropical treasure,situated 17 km away from teknuf,with beaches fringed with coconut palms,seashells & beautiful marinelife.Visitors can sea live coral,sea fish,sea birds,tortoise & varities live.Tourist can also plan a visit to CHHERA dwip,which is close to St.Martin Island.
বিশ্ব পর্যটন দিবস আজ। বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডসহ বিভিন্ন সংস্থা দিবসটি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘পর্যটনে নতুন ভাবনা’। করোনার চ্যালেঞ্জ কাটিয়ে পর্যটন শিল্পকে এগিয়ে নিতে কাজ করছে সরকার। সংবিধানে দেয়া প্রতিশ্রুতি পালনে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানান প্রতিমন্ত্রী মাহবুব আলী। বিশ্ব পর্যটন দিবসের আলোচনা সভায় একথা বলেন তিনি।
বিশ্ব পর্যটন দিবসে পালনে আগারগাঁও থেকে বনার্ঢ্য রেলি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ বছরের প্রতিপাদ্য পর্যটনে নতুন ভাবনা।
৭৫ পরবর্তি কোন সরকার পর্যটনখাতের উন্নয়নে কাজ করেনি জানান এমনটাই বলেন সামরিক বিমান পরিবহন ও পর্যটন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য।
পর্যটন শিল্পের প্রসারে নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান জরুরি বলে মত দেন বাংলাদেশ পর্যটন করপোশনের চেয়ারম্যান।
পর্যটন শিল্পের প্রবৃদ্ধি জিডিপিতে প্রতি বছর নতুন পরিসংখ্যান যোগ করছে বলে জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। এই শিল্পের আরো প্রসার ঘটাতে প্রতিটি জেলায় অতিরিক্ত একজন জেলা প্রশাসককে দায়িত্ব দেয়ার পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে সবাইকে কাজ করার আহ্বান সংশ্লিষ্টদের।