বিশ্ব মহামারি করোনায় মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে

- আপডেট সময় : ০৩:১৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
বিশ্ব মহামারি করোনায় মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তথ্য অনুযায়ী গেলো রাত ১টা পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৫০ হাজার ২৩০ জন। আর দুনিয়াজুড়ে এতে আক্রান্ত হয়েছে ৯ লাখ ৮১ হাজার ২২১ জন।
এর মধ্যে ইতালিতে ১৩ হাজার ৯১৫, স্পেনে ১০ হাজার ৩, যুক্তরাষ্ট্রে ৫ হাজার ৩১৬, ফ্রান্সে ৪ হাজার ৩১, চীনে তিন হাজার ১৯৯, ইরানে ৩ হাজার ১৬০, যুক্তরাজ্যে ২ হাজার ৯২১, নেদারল্যান্ডসে এক হাজার ৩৩৯, জার্মানিতে ৯৯৭ জন ও বেলজিয়ামে ১ হাজার ১১ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই লাখ ২৬ হাজার ৩৭৪ জন। ইতালিতে এক লাখ ১৫ হাজার ২৪২ জন, স্পেনে এক লাখ ১০ হাজার ২৩৮ জন আক্রান্ত হয়েছে। চীনে আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ৪৩২ জন, জার্মানিতে ৮১ হাজার ৭২৮ জন, ফ্রান্সে ৫৭ হাজার ৮০৭, ইরানে ৫০ হাজার ৪৬৮ জন, যুক্তরাজ্যে ৩৪ হাজার ১৬৫ জন, সুইজারল্যান্ডে ১৮ হাজার ৪৭৫ জন আর তুরস্কে ১৫ হাজার ৬৭৯ জন আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২ লাখ ৮ হাজার ৬৩০ জন।