বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আরো জোরালো ভূমিকা রাখতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০৪:০৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
যুদ্ধ নয়, শান্তি চাই; সংঘাত নয়, উন্নয়ন চাই–এ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশে আরো জোরালো ভূমিকা রাখতে চায়। জাতিসংঘ মিশনে কার্যকর অংশগ্রহণ ও বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবস্থান ইতিমধ্যে সুসংহত হয়েছে বলে জানান তিনি। শান্তিরক্ষীদের আত্মবিশ্বাস নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান সরকার প্রধান।
জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে রাজধানীর বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে বিশেষ অবদান রাখা শান্তিরক্ষীদের সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গণভবন থেকে ভাচুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন দেশে দায়িত্বরত বাংলাদেশের শান্তিরক্ষীরাও ভাচুর্য়ালি যুক্ত হন অনুষ্ঠানে।
শুরুতে শান্তিরক্ষীদের কর্মকাণ্ড নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং বিশেষ অবদান রাখা শান্তিরক্ষীদের ক্রেস্ট ও প্রদক প্রদান করা হয়।
এসময় প্রধামন্ত্রী বলেন, যুদ্ধ নয়, শান্তির বার্তা বিশ্বময় ছড়িয়ে দিতে হবে। বাংলাদেশের শান্তিরক্ষীরা সেই সক্ষমতা অর্জন করেছে বলে জানান তিনি।
শান্তিরক্ষীদের নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক সরঞ্জামাদি দিয়ে প্রশিক্ষনের মাধ্যমে গড়ে তোলার কথা বলেন সররকার প্রধান।
বিশ্বে শান্তি রক্ষায় বাংলাদেশ আরো বেশি জোড়ালো ভূমিকা রাখতে চায় বলে জানান তিনি।
দায়িত্বরত শান্তিরক্ষীরা বিশ্বময় শান্তির বার্তা ছড়িয়ে দিয়ে বাংলাদেশের পতাকা সমুজ্জিত রাখবে এমনটাই আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।