বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ‘চীনের পুতুল’ আখ্যা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
মহামারী করোনাভাইরাস মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখতে না পারায় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ‘চীনের পুতুল’ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। ইতোমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মার্কিন চাঁদা স্থগিত করেছেন ট্রাম্প। করোনা মহামারিতে চীনের পক্ষে অবস্থান নেয়ার অভিযোগ তুলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই কড়া পদক্ষেপ নিয়েছেন তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দেয়া যুক্তরাষ্ট্রের চাঁদার কথা তুলে ধরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বছরে ৪৫০ মিলিয়ন ডলার দেয়। চীন দেয় বছরে মাত্র ৩৮ মিলিয়ন ডলার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যক্রম চীনকেন্দ্রিক বলেও মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প।