বিশ্ব স্বাস্থ্য সংস্থার কঠোর সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প
- আপডেট সময় : ০৭:৪৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংস্থাটি চীনের প্রতি অতি বেশি কেন্দ্রীভূত অভিযোগ করে তিনি বলেন, করোনাভাইরাস মহামারীর সময় বাজে পরামর্শও দিয়েছে তারা।
এ সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মার্কিন তহবিল আটকে দেয়ারও হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সংস্থাটি সত্যিকার অর্থে ভুল করেছে। কোন কোন ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বেশিরভাগ তহবিল বরাদ্দ দিলেও তারা চীন-কেন্দ্রিক । স্থানীয় সময় মঙ্গলবারের সংবাদ ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, তারা সত্যিকার অর্থে এই ভুল অনুরোধ করেছিলো। তাই সংস্থাটিতে অর্থ বরাদ্দ স্থগিত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতি ট্রাম্পের এই সমালোচনা প্রত্যাখ্যান করেছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক। সাংবাদিকদের তিনি বলেন, জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে এটা পরিষ্কার যে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড-১৯ রোধে অসাধারণ কাজ করেছে।