বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতিবিহীন কোনো টিকা না নেয়ার সিদ্ধান্ত সরকারের
- আপডেট সময় : ০৬:৫১:১৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
বিশ্বের নানান কোম্পানি করোনার টিকা তৈরি করলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতিবিহীন কোনো টিকা না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এ লক্ষ্যে ৬শো কোটি টাকা বরাদ্দও রাখা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকের পর সরকারের এই সিদ্ধান্তের কথা জানান সচিব।
বিশ্বে গত একশ বছরের মধ্যে সবচেয়ে বড় মহামারী ডেকে এনেছে নতুন করোনাভাইরাস।এতে ১০ লাখের বেশি মানুষ ইতোমধ্যে মারা গেছে। বাংলাদেশেও মৃত্যুর সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকেও তাই আলোচনা হয় করোনার ভ্যাকসিন নিয়ে। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম টিকা পেতে বাংলাদেশের পদক্ষেপগুলো তুলে ধরেন।
বিনা পয়সায় করোনার ভ্যাকসিন পাওয়ায় সুযোগ আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ বিনা পয়সায় ভ্যাকসিন পাবে না। তবে গরীবদের জন্য পাওয়ার সুযোগ থাকবে।
বাংলাদেশে কোন কোম্পানী পরীক্ষামূলক প্রয়োগ করলে টিকা কম দামে পাওয়ার সুযোগ তৈরি হবে বলেও জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।