বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসকে বৈশ্বিক ঝুঁকিপূর্ণ মনে করছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসকে বৈশ্বিক ঝুঁকিপূর্ণ মনে করছে। খুব প্রয়োজন ছাড়া এই মূহুর্তে অন্য কোনো দেশে ভ্রমন না করাই ভালো হবে বলে জানিয়েছেন রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
দুপুরে, ইনস্টিটিউট মিলনায়তনে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, নতুন করে আরো দুটি দেশ লেবানন ও ইজরায়েলসহ ২৮টি দেশ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতে আক্রান্ত ৬ বাংলাদেশির শারীরিক অবস্থা অপরিবর্তিত বলে জানান ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, বাংলাদেশে করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কোন কারন নেই। আমরা সার্বিকভাবে সব প্রস্তুতি নিয়ে রেখেছি। তবে, সবাইকে সচেতন হয়ে চলার পরামর্শ দেন আইইডিসিআরের এই পরিচালক।