বিহারে মন্দিরে পদদলিত হয়ে নিহত ৭
- আপডেট সময় : ০৩:৫২:০৯ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
- / ১৬৯২ বার পড়া হয়েছে
ভারতের বিহারের একটি মন্দিরে পদদলিত হয়ে মৃত্যু হয়েছে অন্তত সাতজন পুণ্যার্থীর। মৃতদের মধ্যে তিনজন নারীও রয়েছে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম জানায়, স্থানীয় সময় রোববার রাতে রাজ্যের জেহানাবাদ জেলায় ভানাভার পাহাড়ে অবস্থিত সিদ্ধিনাথ মন্দিরে এ ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন অন্তত ৩৫ জন। স্থানীয় পুলিশ জানায়, আজ শ্রাবণ মাসের চতুর্থ সোমবার শিবের মাথায় জল ঢালতে গতরাত থেকে মন্দিরে ভিড় করেন শত শত পুণ্যার্থীরা। এসময় আচমকাই হুড়োহুড়ি শুরু হলে অনেকে পায়ের নিচে পিস্ট হয়ে যান। এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ।আহতদের অবস্থা বেশ আশঙ্কাজনক হ্ওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানান তারা।এ ঘটনায় রাজ্যের পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। পুণ্যার্থীদের অভিযোগ, ভীড় সামলাতে ভক্তদের লাঠিচার্জ করেছিলেন সেখারকার দায়িত্বরত পুলিশ। ঘটনার কারণ জানতে এরইমধ্যে গঠন করা হয়েছে তদন্ত কমিটি।