বীজবিহীন বারোমাসী বিনালেবু-১ চাষে সাফল্য
- আপডেট সময় : ০৫:২১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
বীজবিহীন বারোমাসী বিনালেবু-১ চাষে সাফল্য পেয়েছেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট- বিনার বিজ্ঞানীরা। ময়মনসিংহসহ দেশের বেশ কয়েকটি অঞ্চলে এ লেবুর বাম্পার ফলনে চাষে আগ্রহী হয়ে উঠছেন স্থানীয় কৃষকরা। সারাদেশের কৃষক পর্যায়ে এই লেবুর জাত ছড়িয়ে দিতে উদ্যোক্তা বাড়ানোর কথা জানিয়েছেন বিনার মহাপরিচালক।
ভিয়েতনামের ১টি স্থানীয় জাত থেকে জার্মপ্লাজম সংগ্রহ করে দীর্ঘ গবেষণার পর সফলতা পাওয়ায় ২০১৮ সালের শেষের দিকে বিনালেবু-১ কৃষক পর্যায়ে চাষাবাদের জন্য নিবন্ধনের অনুমতি পায় বিনা। সাম্প্রতি বিনালেবু-১ ময়মনসিংহসহ দেশের কয়েকটি অঞ্চলে চাষাবাদ হচ্ছে। পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড় ঘেঁষে গৌরীপুর উপজেলার কাশিয়ারচর এলাকায় পাঁচ একর জমি লিজ নিয়ে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা লেবুর চাষ করেছেন। এর ফলনও হয়েছে আশানুরুপ। প্রতিটি গাছে ২৫০ থেকে ৩০০ লেবু হচ্ছে।
লেবু চাষের জন্য পতিত জমি লিজ দিয়ে উপকৃত হচ্ছেন ভূমির মালিকরা। লেবু ক্ষেতে কাজ করার পাশাপাশি চারা নিয়ে বাগান করে স্বাবলম্বী হচ্ছে এলাকার যুবকরা।এক বিঘা জমিতে ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ করে বছরে এক লাখ টাকা আয় করা যায়, তাই ভিটামিন সি সমৃদ্ধ এ লেবু চাষে সারা দেশে উদ্যোক্তা তৈরির কথা জানিয়েছেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)’র মহাপরিচালক। বিনালেবু-১ রোপনের ১০ থেকে ১১ মাস বয়সে ফলন পাওয়া যায়। একটি গাছ ১৫ থেকে ১৮ বছর পর্যন্ত ফল দিয়ে থাকে।