বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ
- আপডেট সময় : ০২:৩১:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩
- / ১৯৫৯ বার পড়া হয়েছে
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। ধোয়া-মোছাসহ সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। দিবসের সুচনা লগ্নে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পক্ষে মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এদিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমন ও জাতীয় দিবসের কর্মসূচি নির্বিঘ্ন করতে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ এলাকা।
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চলছে শেষ সময়ের প্রস্তুতি।
সুর্যোদয়ের সাথে সাথে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে শুরু হবে দিনের কর্মসূচি। এরই মধ্যে ধোয়া মোছা ও রংতুলির কাজ শেষ হয়েছে। চলছে তিন বাহিনীর গার্ড অব অনারের মহড়ার প্রস্ততি। নান্দনিক রুপে সেজেছে স্মৃতির মিনার ।
২৬ মার্চ শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ জানালেন গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী।
এদিকে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে জাতীয় দিবেসের কর্মসূচিকে ঘিরে। ঢাকা জেলা পুলিশ সুপার জানান, স্মৃতিসৌধসহ আশেপাশে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে ।
এদিন বিভিন্ন রাজনৈতিকদল সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পাশপাশি সর্বস্তরের মানুষ শহীদবেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের।