বুন্দেসলিগায় জয়ের ধারা ধরে রেখেছে বায়ার্ন মিউনিখ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫২:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
বুন্দেসলিগায় জয়ের ধারা ধরে রেখেছে বায়ার্ন মিউনিখ। ৫-২ গোলে হারিয়েছে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে। এ জয়ে টানা অষ্টম শিরোপার পথে আরো এগিয়ে গেলো বায়ার্ন।
শূন্য আলিয়াঞ্জ অ্যারেনায় একের পর এক গোল উৎসব করে বাভারিয়ানরা। মাত্র ১৭ মিনিটে শুরুটা লিওন গোরেৎস্কার কল্যাণে। থমাস মুলার প্রথমার্ধেই ডাবল পূর্ণ করেন। দ্বিতীয়ার্ধে রবার্ট লেভানডোভস্কির গোলে স্কোরলাইন ৩-০ করে বায়ার্ন। তবে মার্টিন হিন্টারেগারের জোড়া গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় ফ্রাঙ্কফুর্ট। শেষ পর্যন্ত আলফনসো ডেভিস আর হিন্টারেগার এর আত্মঘাতী গোলে তিন পয়েন্ট নিশ্চিত করে বায়ার্ন। এদিকে, আরেক ম্যাচে ভল্ফসবুর্গের বিপক্ষে ২-০ গোলে জিতেছে বরুশিয়া ডর্টমুন্ড। ভল্ফসবুর্গকে সহজে হারানোর পরও শীর্ষে থাকা বায়ার্নের চেয়ে চার পয়েন্টে পিছিয়ে বরুশিয়া।