বুয়েটে শিক্ষার্থীদের সঙ্গে উন্মুক্ত আলোচনা করেই কমিটি দেয়া হবে : সাদ্দাম হোসেন
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪
- / ১৯১৬ বার পড়া হয়েছে
বুয়েট শিক্ষার্থীদের সঙ্গে উন্মুক্ত আলোচনা করেই ছাত্রলীগের কমিটি দেয়া হবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাদ্দাম বলেন, বুয়েটে শিক্ষার পরিবেশ বজায় রাখাই মূল উদ্দেশ। শিক্ষার্থীদের সঙ্গে উন্মুক্ত আলোচনা করে সেখানে ছাত্রলীগের কমিটি দেয়া হবে। তিনি বলেন, বুয়েটে ছাত্ররাজনীতি থাকবে, তবে তার কাঠামো কেমন হবে তা শিক্ষার্থীরাই নির্ধারণ করবে। যেসব শিক্ষার্থী নেতিবাচক রাজনীতির বিরুদ্ধে আন্দোলনরত তাদের প্রতি ছাত্রলীগের শ্রদ্ধা রয়েছে। যেকোনো যৌক্তিক ও ন্যায়সঙ্গত দাবির প্রতি ছাত্রলীগ সবসময়ই শ্রদ্ধাশীল। সবাই মিলে আলোচনা করে প্রতিষ্ঠানের আচরণবিধি নির্ণয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের প্রতি আহ্বান জানান সাদ্দাম হোসেন।