বুয়েটে সব রাজনৈতিক সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪০:২৯ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪
- / ১৭১৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়- বুয়েটে সব রাজনৈতিক সংগঠন ও এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে।
২০১৯ সালের ১১ অক্টোবর বুয়েট কর্তৃপক্ষের দেয়া ‘জরুরি বিজ্ঞপ্তির’ বৈধতা নিয়ে বুয়েটের শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাহিম রিটটি করেছেন। তিনি বুয়েটে ছাত্র রাজনীতি করার অনুমতি চেয়েছেন। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ রিটটি শুনানির জন্য নির্ধারিত রয়েছে। রিট আবেদনকারীর আইনজীবী এম হারুনুর রশীদ খান ও শাহ মঞ্জুরুল হক জানান, একাধিক হত্যাকাণ্ডের পর রাজনীতি বন্ধ করতে কর্তৃপক্ষ যে নোটিশ দিয়েছিল সেটিই এখন স্থগিত চাওয়া হয়েছে।