বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় ঘোষণা আগামীকাল

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪০:০১ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় ঘোষণা আগামীকাল। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করবেন।
১৪ নভেম্বর একই আদালতে উভয় পক্ষের শুনানি শেষে ২৮ নভেম্বর দিন রায় ঘোষণার দিন ধার্য করেন। এ মামলায় মোট ৪৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়েছে। গেলো বছরের ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়্। ২০১৯ সালের ১৩ নভেম্বর ডিবি কর্মকর্তা ২৫ জনকে অভিযুক্ত করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন। ২৫ জনের মধ্যে এজাহারভুক্ত ১৯ জন এবং এর বাইরে তথ্য-প্রমাণের ভিত্তিতে আরও ৬ জন জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে আবরারকে ডেকে নিয়ে শারীরিক নির্যাতনের পর মারা যান। বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী।