বুরকিনা ফাসোতে প্রেসিডেন্টকে সরিয়ে ক্ষমতা দখল করে নিয়েছে দেশটির সেনাবাহিনী
- আপডেট সময় : ১২:৪১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে প্রেসিডেন্টকে সরিয়ে ক্ষমতা দখল করে নিয়েছে দেশটির সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, প্রেসিডেন্ট রোচ মার্ক ক্রিশ্চিয়ান কাবোরেকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে সরকার ব্যবস্থা, বন্ধ করে দেওয়া হয়েছে সীমান্ত।
সোমবার লেফটেন্যান্ট কর্নেল পল-হেনরি সান্দাওগো দামিবা স্বাক্ষরিত ঘোষণাটি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে অন্য এক সেনা কর্মকর্তা ঘোষণা দেন। ঘোষণায় বলা হয়েছে, সহিংসতা ছাড়াই ক্ষমতা দখল করা হয়েছে। যাদের আটক করা হয়েছে তারা নিরাপদে আছে। তবে রোচ কাবোরেকে কোথায় রাখা হয়েছে সে সম্পর্কে কিছু জানায়নি দেশটির সেনাবাহিনী। সোমবার কাবোরে একটি সেনা ক্যাম্পে বিদ্রোহী সেনাদের হাতে আটক হন তিনি। দেশটির নিরাপত্তা বাহিনীর দুই কর্মকর্তা এবং পশ্চিম আফ্রিকার একজন কূটনীতিক এ তথ্য নিশ্চিত করে। এর আগে রোববার রাতে রাজধানী ওয়াগাদুগুতে প্রেসিডেন্ট প্রাসাদের চারপাশে গোলাগুলি হয়ে।