বুরকিনা ফাসোয় জঙ্গি হামলা ও অভিযানে ১২২ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯
- / ১৫৬২ বার পড়া হয়েছে
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে জঙ্গি হামলা ও অভিযানে ৩৫ বেসামরিক নাগরিকসহ ১২২ জন নিহত হয়েছে।
মালির সীমান্তবর্তী সাহেল অঞ্চলের আরবিন্দা শহরে এই সহিংসতা ঘটেছে। এক বিবৃতিতে বুরকিনা ফাসোর সেনাবাহিনী জানায়, তাদের একটি সামরিক ঘাঁটি ও সইম প্রদেশের আরবিন্দা হামলা চালায় জঙ্গিরা। এতে ৩৫ জন নিহত হয়। পরে তারা অভিযানে গেলে দু’পক্ষের সংঘর্ষে ৭ সেনা সদস্যসহ ৮৭ জন নিহত হন। এই হামলাকে সবচেয়ে প্রাণঘাতী হিসেবে অভিহিত করেছেন বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট। এখনও কোনো গোষ্ঠীর এই হামলার দায় স্বীকার করেনি।