বুস্টার ডোজ : অগ্রাধিকারে ষাটোর্ধ্ব ও ফ্রন্ট লাইনাররা
- আপডেট সময় : ০৬:৫৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
বুস্টার ডোজ দেয়া শুরু হলেও দেশে টিকার কোনো ঘাটতি হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বুস্টার ডোজ নতুন ওমিক্রনসহ করোনার যে কোনো ভ্যারিয়েন্ট রোধে ৮৫ শতাংশ কার্যকর বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। দুপুরে মহাখালীতে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস-বিসিপিএস অডিটরিয়ামে টিকার কার্যক্রমের উদ্বোধনের পর এসব কথা বলেন তারা।
কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র নার্স রুনু ভেরোনিকা কস্তার টিকা গ্রহনের মধ্য দিয়ে শুরু হয় বুস্টার ডোজের টিকাদান কার্যক্রম। একে একে টিকা গ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, আইনমন্ত্রী আনিসুল হক, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, চিকিৎসক, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীসহ কয়েকজন সম্মুখসারির যোদ্ধা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বুস্টার ডোজের বিস্তারিত তুলে ধরেন।
এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাভাবিক টিকা দেয়ার পাশাপাশি চলবে টিকার বুস্টার ডোজ দেয়ার কার্যক্রম।
টিকা গ্রহণের পর পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রবাসীদেরকেও এই টিকা অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. সেব্রিনা ফ্লোরা জানান, করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ নেয়ার ছয় মাস পর যে কেউ নিতে পারবেন বুস্টার ডোজের টিকা।
পর্যায়ক্রমে সারাদেশে বুস্টার ডোজ দেয়া হবে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।