বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় ১০ যাত্রী নিখোঁজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৪:০৬ অপরাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় ১০ যাত্রী নিখোঁজ রয়েছেন।
সকাল ৯টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জঘাটে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, শীতের সকালে কুয়াশায় ঢাকা ছিল চারদিক। ওই সময় অন্তত ১৫ থেকে ২০ যাত্রী নিয়ে খেয়া পারাপারেরে ট্রলারটি ধর্মগঞ্জঘাট থেকে ওপারে যাচ্ছিল। একই সময়ে বরিশাল থেকে ঢাকার দিকে যাওয়া একটি যাত্রীবাহী লঞ্চ মাঝ নদীতে ট্রলারটিকে ধাক্কা দিলে ট্রলার ডুবে যায়। এ সময় কয়েকজন যাত্রী সাঁতার কেটে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন অনেকেই। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ অফিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে দ্রুত কয়েকটি টিম নদীতে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয়রা জানিয়েছে, ট্রলারের ৮ থেকে ১০ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। এখনও তাদের কেউ উদ্ধার হয়নি।