বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় আদালতের প্রতি আসামীপক্ষের অনাস্থা
- আপডেট সময় : ০৭:৪৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় ২৯ কার্যদিবসে ৩৮ সাক্ষী গ্রহণের পর আদালতের প্রতি অনাস্থা জানিয়েছেন আসামীপক্ষের আইনজীবীরা। তাদের অভিযোগ যথাযথ আইন অনুসরণ না করেই রাষ্ট্রপক্ষের সাক্ষীদের পুনরায় সাক্ষ্য দেওয়ার সুযোগ করে দিয়েছে আদালত। আর রাষ্ট্রপক্ষের মতে বিচারের শেষ মুহুর্তে থাকা আলোচিত এই মামলাটিকে দীর্ঘায়িত করতেই এই আবেদন করেছে আসামীপক্ষ। উভয়পক্ষের শুনানি শেষে ৬ ডিসেম্বর এ বিষয়ে শুনানির দিন ধার্য্য করেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান।
মাত্র ২৯ কার্যদিবসে ৩৮ সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে দ্রুতই রায়ের দিকে এগোচ্ছিলো বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচারকাজ।
কিন্তু শেষ মুহুর্তে এসে রাষ্ট্রপক্ষের ৩৩ নম্বর সাক্ষীর রিকল নিয়ে দেখা দেয় বিপত্তি। আসামীপক্ষের অভিযোগ রিকল আবেদনের শুনানি ছাড়াই আদালত রাষ্ট্রপক্ষকে সাক্ষীর পুনরায় জবানবন্দী গ্রহণের সুযোগ দিয়ে, নিজের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে। তাই আদালতের প্রতি লিখিত এই অনাস্থা জানান আসামীপক্ষের ২২ আইনজীবী।
তবে রাষ্ট্রপক্ষ জানায়, আসামীপক্ষের আপত্তির পর সাক্ষীকে সরিয়ে নেয়া হয়েছে, এরপরও আদালতের প্রতি এই অনাস্থা মামলাকে বিলম্বিত করার অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়।
আইনজীবীরা আরো জানান, আগামী রোববার এই বিষয়ে শুনানির দিন ধার্য্য আছে এবং সেদিন আদালতের দেয়া সিদ্ধান্তের উপর নির্ভর করবে আলোচিত এই মামলার বিচারের গতি প্রকৃতি।