বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার মূল নথি হাইকোর্টে পাঠিয়েছে ট্রাইব্যুনাল
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
- / ১৫৩২ বার পড়া হয়েছে
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার মূল নথি হাইকোর্টে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। দুপুরে ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে এই মামালার সমস্ত নথিপত্র পাঠানো হয় হাইকোর্টে।
ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের অতিরিক্ত প্রসিকিউটর আবু আব্দুল্লাহ ভূঞা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মামলার যাবতীয় কাগজপত্র মূল নথিসহ ৬৬২৭ পৃষ্ঠার নথি হাইকোর্টে পাঠানো হয়েছে। এর আগে গত ৮ ডিসেম্বর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার মামলায় ২০ আসামির মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছিলেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত।