বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে অস্বাভাবিক বেড়েছে কাপ্তাই হ্রদের পানি
- আপডেট সময় : ০১:৩৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৮১ বার পড়া হয়েছে
বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে অস্বাভাবিক বেড়েছে কাপ্তাই হ্রদের পানি। এতে হ্রদ তীরবর্তী পানিবন্দী ৫০ হাজার মানুষ পড়েছেন চরম দূর্ভোগে। বসতঘর পানিতে তলিয়ে সীমাহীন কষ্টে খেটে খাওয়া মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাপ্তাই বাঁধের সব গেইট ২৪ ঘন্টা খোলা রাখার দাবি জানিয়েছেন রাঙামাটিবাসী।
দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলাশয় কাপ্তাই হ্রদ বেষ্টিত রাঙামাটি জেলা। হ্রদের তীর ঘেঁষে বসবাস কয়েকলাখ মানুষের। নির্ধারিত ৯ ফিট উচ্চতায় বসতবাড়ি নির্মাণের কথা থাকলেও সে শর্ত মানে নি অনেকে।
আবার ৬০ বছর পুরোনো এ হ্রদে ক্রমাগত পলিজমে তলদেশ ভরাট হয়ে গেছে। কমেছে হ্রদের পানি ধারণ ক্ষমতা। বর্ষায় ভারী বৃষ্টিতে প্রতিবছর হ্রদের পানির উচ্চতা সীমারেখা অতিক্রম করে
এবারো টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানি বেড়ে জেলা শহর, লংগদু বাঘাইছড়ি, বরকল, বিলাইছড়ি ও জুরাছড়ির ৫০ হাজার মানুষ পানিবন্দি ছিলেন। তলিয়ে যায় ফসলের ক্ষেত। এক সপ্তাহেও হ্রদের পানি কমানোর উদ্যোগ না নেয়ায় ক্ষোভ জানিয়েছেন ভুক্তভোগিরা।
জলাবদ্ধতার স্থায়ী সমাধানে কাপ্তাই হ্রদ ড্রেজিং করে ধারণ ক্ষমতা বাড়ানো এবং কাপ্তাই বাঁধ দিয়ে পানি ছাড়ার নীতিমালা সংস্কারের আহবান সংশ্লিষ্টদের।
কাপ্তাই হ্রদের পানি দ্রুত কমানোর ব্যবস্থা না নিলে জনদূর্ভোগ আরো বাড়বে বলে আশঙ্কা এলাকাবাসীর।
মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি।