বৃষ্টির বাগড়ায়ও পড়ন্ত বিকেলে ঈদ বিনোদনে ব্যস্ত

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:২১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩
- / ১৬২৪ বার পড়া হয়েছে
বৃষ্টির বাগড়ায় দিনভর ঈদ উদযাপনে ভোগান্তি থাকলেও, পড়ন্ত বিকেলে নগরবাসী ঈদ বিনোদনে ব্যস্ত সময় পার করেন। কোলাহল ও যানজটমুক্ত নগরীর রাস্তায় এবং উন্মুক্ত প্রান্তর হাতিরঝিলে আনন্দে উৎসবে মেতেওঠেন সবাই।
ফাঁকা ঢাকা নগরবাসীর কাছে সবচেয়ে বড় আনন্দের। তইতো ফাঁকা ঢাকায় হাতিরঝিলে স্বাচ্ছন্দে ঘুরে বেড়াচ্ছেন তারা।
যান্ত্রিকতার দুর্ভোগ ভুলিয়ে ঈদের ছুটি যেনো স্বস্তির বারতা নিয়ে আসে সবার মাঝে। তবে,সকালের ঝুম বৃষ্টি কিছুটা বাগরা দেয় ঈদ আনন্দে। তাইতো বৃষ্টিহীন বিকেলে হাতিরঝিলে ঢল নাম মানুষের।
আপনজনদের সঙ্গে নিজের মতো করে ঈদ আনন্দ ভাগাভাগি করায় ব্যস্ত সবাই।
শুধু বিনোদন স্পট নয় মোটরসাইকেল, রিকশা ও ব্যক্তিগত গাড়িতে চড়েও ঘুরে বেড়াচ্ছে নগরবাসী