বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে দেশের বিভিন্ন অঞ্চলের নদনদীর পানি বৃদ্ধি
- আপডেট সময় : ০৬:০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩
- / ১৬৩১ বার পড়া হয়েছে
বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলে দেশের বিভিন্ন অঞ্চলের নদনদীর পানি বাড়তে শুরু করেছে। পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের ৪৪টি গেইট খুলে দেয়া হয়েছে। বৃদ্ধি পেয়েছে তিস্তা নদীর পানি।এদিকে, সুনামগঞ্জে টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড জানায়, গেল রাত থেকে নদীর পানি বৃদ্ধি পেতে থাকলে ভোর নাগাদ তিস্তা ব্যরাজ পয়েন্টে বিপদসীমার পাঁচ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে থাকে পানি। দুপুরে কমে তা প্রবাহিত হয় সতেরো সেন্টিমিটার নিচ দিয়ে। এতে করে তিস্তা ব্যরাজের ভাটিতে নিম্নাঞ্চল এলাকাগুলো প্লাবিত হয়েছে।
কয়েক দিনের টানা বৃষ্টিতে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমারসহ ১৬টি নদ-নদী পানি।
পানি ঢুকেছে চরাঞ্চল ও নিম্নাঞ্চলগুলোতে। তবে এখনও ঘর-বাড়িতে পানি প্রবেশ না করলেও তলিয়ে গেছে এসব এলাকার পটল, ঢেড়সসহ বিভিন্ন সবজি ক্ষেত।গত বুধবার থেকে সিলেটে একটানা বৃষ্টিপাত শুরু হয়েছে। প্রতিদিনই ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হচ্ছে। ফলে সিলেট সিটি করপোরেশনের বর্ধিত অংশসহ নিম্নাঞ্চল ডুবেছে পানিতে।
সুনামগঞ্জে টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে সুরমা ও পাহাড়ি নদীগুলোর পানি বাড়ছে। সকাল থেকে ভারী বর্ষণ অব্যাহত থাকায় নদীর পানি বৃদ্ধি পেয়ে সীমান্তের নিম্নাঞ্চল প্লাবিত করছে। ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি ছাতক স্টেশনে ১৩ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৫৪ সেন্টিমিটার ওপরে ৮.৬৫ মিটারে ব্ইছে।