বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে চট্টগ্রামের নিচু এলাকা
- আপডেট সময় : ০১:৪০:৫২ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে চট্টগ্রামের নিচু এলাকা। ফটিকছড়িতে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। সকালে মুষলধারে বৃষ্টিপাতে জলাবদ্ধতা তৈরি হয়েছে মুরাদপুর, আগ্রাবাদ, ষোলশহর, হালিশহর, চাক্তাই, খাতুনগঞ্জে।
পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, মৌসুমী বায়ুর প্রভাবের বৃষ্টিপাতে চট্টগ্রামে সকাল ৯ টা পর্যন্ত ৩২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সকালে নগরীতে বজ্রসহ ভারি বৃষ্টিপাত হয়। এসময় নদী ও সাগরে জোয়ারের কারণে নগরীর রাস্তায় বৃষ্টির পানি জমতে শুরু করে। তৈরী হয় জলাবদ্ধতা। রাস্তাঘাট ছাপিয়ে মানুষের বাড়ি ঘর ও দোকানপাটে বৃষ্টির পানি ঢুকে পরায় অবর্ণনীয় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। ভুক্তভোগীরা বলছেন, কয়েক বছর ধরেই জলাবদ্ধতা নিরসনে নগর উন্নয়ন কর্তৃপক্ষ কাজ করার কথা বললেও তার কোন সুফল পাওয়া যাচ্ছে না। এদিকে, ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের মানিকনগর গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুইজন নারী কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো দুইজন।