বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে চট্টগ্রামের নিচু এলাকাগুলো
- আপডেট সময় : ০৫:২৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে বন্দর নগরী চট্টগ্রামের মুরাদপুর, আগ্রাবাদ, ষোলশহর, হালিশহর, চাক্তাই, খাতুনগঞ্জসহ নিচু এলাকাগুলো। রাস্তাঘাট ছাপিয়ে বৃষ্টির পানি বাসা-বাড়ি ও দোকানপাটে ঢুকে পড়ায় অবর্ণনীয় দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। সমন্বয় ও সঠিক পরিকল্পনার অভাবে উন্নয়ন প্রকল্পে কোনো সুফল মিলছে না বলে ক্ষোভ জানায়, তারা।
চট্টগ্রামের ষোলশহর দুই নম্বর গেইটের চিত্র এটি। শুধু ষোলশহর মোড়ই নয়, হালিশহর, আগ্রাবাদ, মুরাদপুর, বাকুলিয়া, বহদ্দারহাট, চাক্তাই, খাতুনগঞ্জসহ নগরীর বেশিরভাগ নিচু এলাকার চিত্র এমনই। বৃষ্টি ও জোয়ারের পানি বাসাবাড়ি ও দোকানপাটে ঢুকে পড়ায় অবর্ণনীয় দুর্ভোগে পড়েছে মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে অফিসগামীরা।
রোববার সকাল থেকেই শুরু হয় ভারি বৃষ্টি। এরপর খাল ও নালা ভরে পানি উঠে সড়কে। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে দুটি প্রকল্পে প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকার কাজ করছে সিডিএ। আলাদা আরেকটি প্রকল্পে আরো আড়াই হাজার কোটি টাকার কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু তিন বছরেও এর সুফল পাচ্ছে না সাধারণ মানুষ। সঠিক পরিকল্পনা ও আন্তরিকতার অভাবেই জলাবদ্ধতার অভিশাপ থেকে মানুষ মুক্তি পাচ্ছেনা বলে মনে করেন, নগরবিদরা।
সিডিএ বলছে, আগামী বছরের আগে দৃশ্যমান অগ্রগতি হওয়ার সম্ভাবনা নেই। তবে বর্ষা মৌসুমে দুর্ভোগ কমাতে একগুচ্ছ পরিকল্পনা আছে তাদের। গেলো ঈদের দিন মাত্র ১৬ মিলিমিটার বৃষ্টিতেই তলিয়ে যায় চট্টগ্রাম।